দিবালোকে দাও গণিকা গালি
তাকাও বক্র চোখে,
রাতের আঁধারে কত ভালোবেসে
টেনে নাও ওই বুকে।


অপরিশুদ্ধ অপয়া বলে
রেখেছো পায়ের তলায়,
আঁধার নামলে ওই পার তলে
খুঁজে ফেরো আশ্রয়।


এ হাতে ও হাতে বদলাই বলে
এতটা ঘেন্না  হয়?
সারারাত থাকি যার গার তলে
তাকে কেন  ঘৃনা নয়?


দিনের আলোর সভ্য তোমরা
যা খুশি বলতে পারো,
সন্ধ্যার পরে কে কোথায় থাকে
নজরে আসে কি কারো?


পতিতা বলে সভ্য তোমরা  
দিয়ে গেলে ধিক্কার,
তাকে ডেকেছো কি নামে আমি
ভোগ্য হয়েছি যার?


তোমাদের চোখে আমি অপরাধী
সে কেন দোষী নয়?
যার ব্যভিচারে আমার গর্ভে
জারজেরা জন্মায়?


অবিদ্যা কসবী বানাতে আমায়
যার ঝরেছে ঘাম,
নীরবে ভেবো সময় পেলে
কি দিলে তার নাম!