শোন প্রিয়া তোকে বলি, বেশরম কেন হলি?
প্রকাশ্যে দিবালোকে, ঢলে পড়া ডলাডলি?
তুই যে মায়ের জাত, বেছে চল জাতপাত,
তুই জগতের আলো, হার মানে কালো রাত।


তোর বাকা হাসিতে, ঝোলে লোক ফাঁসিতে,
মায়াবী পরশ পেতে, পারে স্রোতে ভাসিতে।
প্রিয় প্রান চলে যায়, তবু তোকে পেতে চায়,
তোর তুলনা যে তুই, কভু আর কেহ নয়।


রয়েছিস তুই বলে, মানবীয় ধারা চলে,
ওপারের স্বর্গ, প্রিয়া তোর পার তলে।
প্রিয়া তোর লালনে, স্নেহ মায়া পালনে,
তুমি আমি আমরা, সুন্দর ভূবনে।


আজ তোর লজ্জায়, রোজ ফুলশয্যায়,
জগতের ক্লান্তি, নিভৃতে ঝরে যায়।
যেখানে দৃষ্টি তোর, সেখানে রাতের ভোর,
তোতে ভালো মন্দ, কি নিষী বা কি প্রহর।


পবিত্র তুই হলে, অশান্তি যাবে চলে,
শান্তির কোলে ধরা, আনন্দে পড়বে ঢলে।
প্রিয়া তুই লজ্জায়, রাঙা হ এ ধরায়,
ক্ষতি কি তাতে যদি, চিরকল্যান হয়?