পৃথিবীটা বড় নিষ্ঠুর
এই নিষ্ঠুরতার শেষ নাই,
কত হৃদয় ঘুরে বেড়ালাম
সুখ-সমৃদ্ধি দেখি নাই।


দেখেছি কত হৃদয় পোড়া
শুকেছি শুধু পঁচা দূর্গন্ধ,
ফুটন্ত ফুল আনতে গেলে
বেঁধে যায় কত দন্দ্ব।


আনতে গিয়ে খালে-বিলে
জলের গোটা পদ্মফুল,
ভিজলো দেহা কালো জলে
আগে বুঝিনা সেটা ভুল।


ঘুরেছি কত শহর-বন্দর
দেখেছি অনেক মজাকরে,
একদিন তা কাল হয়ে যায়
বোঝা যায় সে অনেক পরে।


উঠলে কোথা বসলে কোথা
যদি না খতিয়ে দেখি ভূল,
বসে অন্ধকারে বন্ধ ঘরে
গুনতে হবে সেই মাশুল।


11.08.2018