ছোট কালে মাবাবা মুই দিয়েছিল বিয়া,
খুশি হইল তারা সবাই ভাল জামাই পাইয়া।
বুজল্ না আর ভাল মম্দ করল অবিচার,
নষ্ট করে দিল তারা জীব্ন টা আমার।
বছর পরে আমার ঘরে আসিল সন্তান,
ঔষুধ খাওয়ায় তারা সবাই বাচাইতে প্রাণ।
ব্ন্দ হলো হাটা চলা বাছাঁর উপাই নাই,
মাগো আমায় তোমরা সবাই দিলে শেষ বিদায়।
ডাক্তার আসি কাছে বসি পরিক্ষা করিল,
কম বয়সে বিয়া দিয়া এমন খতি হল।
সিজার ছারা খালাশ করা হবে বিষম দায়,
বাচঁবে কিনা মরবে মেয়ে বলা নাহি যায়।
আমায় নিয়া যাই চলিয়া সদর হাসপাতালে,
আমায় দেখে ডাক্তারেরা অবাগ হয়ে বলে।
কেমন তোরা মা বাবারা পাশানের মতন,
লোভে পড়ে নিলে কেড়ে তার সুন্দর জীবন।
সে দিন হতে মিটে গেল মোর জীবনের সাদ,
আমার হইয়া তোমরা গিয়া কর প্রতিবাদ,
যার কারণে মোর জীবনে হইলো এই গতি।
আমার মতন কারও যেন হয়না এমন খতি,
এই নিবেদন করি আমি সরকারেরও কাছে।
তাদের বিছার হয় যেন এই সোনার বাংলাদেশে,