মাগো তুমি কোথাই গেলে আমাদের কে ছেড়ে,
উটত্তে বইতে তোমার ক্থা সদায় মনে পড়ে।
নানার বাড়ী যেতে যখন রেলগাড়ীতে চড়ে,
নাউর করে আবার মাগো আসতে তুমি ফিরে।
সে দিন হঠাৎ  কেমন করে দিলে মোদের ফাকি,
জওয়াব দাও না যত আমি মা মা বলে ডাকি।
আমি ডাকি মাগো তুমি নাহি কর রাও,
জানিনা মা মোদের ছেড়ে কোথায় চলে যাও।
আশ পরশী এসে সবাই দেখে তোমার মুখ,
বুক ভেসে যায় নয়ন জ্বলে কেমনে সইবো দুখ।
নিজের হাতে রেখে আইলাম ঐ না মাটির ঘরে,
কেমন করে থাকবে মাগো রাতের অন্দকারে।
আর বুজি মা তোমার সাথে হবে না মোর দেখা,
কেমনী করে থাকবে মাগো মোদের ছেড়ে একা।