দেশ ছারিয়া বিদেশ থাক ওগো প্রাণের ভাই,
দেশের মায়া ভূলে গেলায় টাকারি মায়ায়।
এই জীবনে বাচঁতে হলে টাকার হয় দরকার,
আমরা সুদু দেশে থেকে রয়েছি বেকার ।
তবো মোরা সুখে দুখে আছি সবাই নিয়া,
তোমাদের কি দেশের জন্যে লাগেনাকো মায়া।
পর বাসে থেকে তোমরা কি যে শান্তি পাও,
বন্দু বান্দব নিয়া বুযি জীবন টা কাটাও।
দেশের কথা মনে হলে লাগে বুজি বেথা,
তাইতো আমি লিখেতেছি প্রবাসীদের কথা।
আমর যথ বন্দু বান্দব সবাই রয় প্রবাসে,
সুধো আমি পরে রয়লাম সোনার বাংলাদেশে।
যদি আমার হইত কেহ এমন আপনজন,
তাহার ভুকে ভুক মিশায়া করিতাম মিলন।
বিদেশ থেকে তোমরা যদি কেহই আসদেশে,
আমার সাথে করবেন দেখা আছি আসার আসে।
হিন্দু বল মুসলিম বল সবাই মোরা ভাই,
আস দেখি করি মিলন হাতে হাত মিলায়।
বাংলার মাটি কত খাটি যেমন কাচা সোনা,
প্ররবাসী বাংলাদেশী তাকে ভুলিবে না।
দেশের জন্যে কারও যদি মায়া লাগে ভাই,
দেশের সন্তান আইরে তোরা দেশে পিরে আই।