প্ররলী গায়ের কবি আমি জানা নাই মোর বাসা,
কেমনে করে মিঠাইবো পাঠক ভাইদের আশা।
আছে যানি গেনী গুনী কথয় লেখক গণ,
তাদের লেখায় পাঠক ভাইদের ভরে দিবে মন।
তবো আমি মনের শাদে কিছু লিখে যায়,
পাঠক ভাইদের এক বার যদি চরণদুলি পায়।
আমার লিখায় একবার যদি কাদে কারো মন,
তবে যানি হয়ে যাবে মোর শারথক জীবন।
মরার আগে একবার যদি তাঁদের দেখা পায়,
থাকবে না আর কোন দুখ এই জগতে ভাই।
কত আশা নিয়া লিখলাম কবিতা আর গান,
না পায়িলাম এই বাংলাতে তাহার অবদান।
আমি যদি চলে যায় জীবনেরী তরে,
স্তিথি ছি্হ রেখে দিও তোমাদেরী অন্তরে