বাবা হলে বুযবে তুমি পিতা কেমন ধন,
জগত জুরে পাবে না আর এমন আপন জন।
ভাই বল বন্ধু বল কেহই কারো নয়,
ছেলের জন্যে জীবন দিবে বাবা যদি হয়।
আমার বাড়ীর পূর্ব পাশে খাসিয়া মারা নদী,
বর্ষাকালে জোয়ার আশে থাকে নিরবধী।
সেই নদীতে পানির স্রোতে ভেসে আসে গাছ,
সবাই মিলে লাকড়ী দরে করে অবিলাশ।
গাছ দেখিয়া একটি ছেলে সাতাঁর দিল ভাই,
দেখলাম শুধু স্রোতে তাকে কোথায় নিয়ে যায়।
বাচাঁও বাচাঁও বলে ছেলে ডাকে বারে বার।
কেউ তো তারে ধরতে ছাই না কেউ না দেয় সাতাঁর,
ছেলের কথা যখন ভাইরে গেল বাবার কানে।
সাতাঁর দিল ঐ নদীতে বাচাঁতে চাই না প্রাণে,
ছেলেকে দরীয়া বাবায় তুলিল মাথায়।
ঢেউয়ের স্রোতে ঢুবে উঠে প্রাণে বাচাঁদায়,
কিছু পরে আর তো ভাইরে দেখা নাহি যায়।
ছেলেকে বাচাঁতে গিয়া প্রাণ দিল বাবায়,
খোজার পরে তিন দিন পরে সুরমায় পেল লাশ।
ছেলে কে ভুকে রাখিয়া নিল শেষ নিঃশ্বাস,