রাস্তার দারে ভির জমেছে দেখতে ঈদের চাঁদ,
সবাই তাকে সালাম জানাই উঠাইয়া দুই হাত।
ছেলে মেয়ে বিরবান্দিল যাইয়া নদীর পারে,
কেউ বলে ঐ চাঁদ দেখা যায় তালগাছের উপরে।
কেহ আবার গলায় গলায় করে কুলা কুলি,
রাত ফুহালে কাল সকালে মাঠে যাব চলি।
বেলা শেষে বাড়ী এসে মায়ের কাছে বলে,
মা গো তুমি জান নাকি ঈদ হবে সকালে।
আমরা সবাই দেখে এলাম নতুন ঈদের চাঁদ,
মা গো আমায় তুলে দিও রাত হলে প্রবাত।
ভুর সকালে মোয়াজ্জীনে দিল যখন হাঁক,
কোথাই তোরা ভাই বোনেরা যাগরে তোরা যাগ।
রাত ফুহাতে মাগের শীতে বানল সবাই জুটি,
নদীর জলে নামল তারা নাই তো জগরা যাটি।
গোছ্ল শেষে সবাই এসে খাইয়া সেমাই পিঠা,
নতুন জামা পিন্দা মাঠে কার আগে যায় কেঠা।
নামাজ শেষে মিলে মিশে করে কুলা কুলি,
জিয়ারতে কবরেতে দুয়া চাই হাঁত তুলি।
কারও সাথে এই জগতে নাই তার গুরু জন,
তার কবরে দুয়া পরে করতেছে রুদন।
হাত তুলিয়া বলে তারা প্রভু নির আঞ্জন,
মাফ করিয়া দাওনা তাদের জনমের মতন।
দুয়া শেষে বাড়ী এসে দেখলে গুরু জন,
পায়ে দরে করে সালাম দুয়া নেয় তখন।