আমরা সবাই বাংলাদেশী বাঙ্গালীর সন্তান,
বুকের রক্ত দিয়া মোরা রাখবো দেশের মান।
হিন্দু মুসলিম মিলে মোরা আছি বহু জাতি,
দুখে সুখে আমরা সবাই একে অন্যের সাথী।
বাংলা মোদের গর্ব ভাইরে বাংলা মোদের ভাষা,
সকল দেশের সাথে আছে মোদের ভালবাসা।
তাইতো সকল দেশে মোদের গায়যে গুণ গান,
বিশ্বের সকল দেশে মোদের দেয়গো অনুদান।
করি নাইতো কার সাথে আমরা মাথা নত,
আসিয়াছে মোদের উপর বুলেট বোমা যত।
শিক্ষার আলো দিল সরকার সকল ঘরে ঘরে,
জগত জুরে বাঙ্গালীরে চিনতে যেন পারে।
বাঙ্গালীরা নর নারী সবাই খেটে খায়,
শিক্ষা নিতে এখন তারা দেশ বিদেশে যায়।
আসবে সুদিন দেখবে সে দিন সোনার বাংলাদেশে,
বাঙ্গালীরা অলস নয় যে ঘরে থাকবে বসে।
তাই তো আমি লেখে গেলাম বাংলা কবিতায়,
শক্ত করে দর বৈইঠা পাল তুলে নৌকায়।