৭১রের শেখ মুজিবুর দিয়েছিল ডাক,
কোথায় আছো বীর বাঙ্গালী জাগরে তোরা জাগ।
তাই শুনীয়া বাঙ্গালীরা হাতে নিল লাঠী,
দখল করে আনবো বলে বাংলাদেশের মাটি।
মুজিব বলে তোদের নাহী খেতে দেব রুটি,
তাড়াইবো এদেশ থেকে লাঠি দিয়া পিটি।
পাবি শাজা বোজবী মজা ভাত দিবনা খেতে,
জ্ংলায় পড়ে যাবে মরে  পানির পিপাসাতে।
তাই তো সে দিন পেতে স্বাধীন সকলে এক সাথে,
বাহীর হল বাঙ্গালীরা অস্র নিয়া হাতে।
হিন্দু মুসলীম খ্রস্টার বদ্দৌ বান্দিয়া কাতার ,
মুক্তি যুদ্ধে ছলে গেল নিয়া হাতিয়ার।
বুকের রক্ত ঢেলে দিয়ে দেশ করল স্বাধীন,
কেমনে মোরা শুধ করিব তাঁদের দেওয়া ঋণ।