এইতো আমার ছোট দেশ ছোট সমাছার,
সেই পরিমাণ গড়ে তুল ছোট পরিবার।
ছোট হয়ে থাকা ভাল ছোটর বড় গুন,
বেশি বড় হতে গেলে অভাবের আগুন।
সেই অভাবে হয় নষ্ট মানুষের সভাব,
সেই সভাবে গটে গিয়া মোহা মোহা পাপ।
সেই পাপেতে হয় মৃত্যু ভেবে নূরনবী বলে,
কেহ খায় বিশের দারু কারু ফাঁশি গলে