আজও বাংলার কোমল বাতাসে ভাসে,
স্বাধীনতা নামের সেই নামটি।
বাংলার আকাশে আজও শোনা যায়,
মুক্তিযোদ্ধাদের সেই রক্তাক্ত চিঠি।


”আমরা দেশের জন্য জীবন দিয়েছি,
রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য।
আজ হতে কেউ কেড়ে নিবে না ,
বাঙ্গালীর দু বেলার দু মুঠো অন্ন।


আজ হতে বাঙ্গালী স্বাধীন ,
স্বাধীন এ বাংলার মাটি।
আজ হতে মুক্ত বাংলা,
বিতাড়িত সব শত্রু ঘাটি।


আজ হতে আর কারো ঘুম ভাঙবে না,
ছেলে হারা মায়ের কান্না শুনে।
আজ হতে আর কারো রাত কাটবে না,
শত্রু ভয়ে প্রহর গুণে।


আজ হতে বাঙ্গালী এগিয়ে যাবে,
এ মহান স্বাধীনতা ঘিরে।
উচু করে এ বাংলার মাথা,
দ্বার করাবে বিশ্ব দরবারে।’’