মধ্য রাত্রীর ধু-ধু আধাঁরে বসে ভাবি আজও
ভালোবাসা নামের ভয়ঙ্কর সর্পের ছোবলে,
কেন আজ আমি মাতালে পরিণত?
কেন.? কেন আমি এমন কারো কাছে
মূল্যবান এ মনকে দিয়ে
নিজেকেঁ করেছিলাম সর্পিত...?


হৃদয়ের সমগ্র ভালোবাসা দিয়ে উজাড় করে
সীমাহীন ভালো বেসেছিলাম যাকে,
কখনো ভাবিনি এটা কী করে সম্ভব!
ছেড়ে চলে যাবে আমায় এভাবে রেখে ।


হ্যাঁ, এও সম্ভব,
কিছু লোভী,হৃদয়হীন আর অহংকারীর দ্বারা
এও সম্ভব।


তারা পারে জীবনের রঙিন সপ্নগুলোকে
ভেঙে খান খান আর একাকার করতে।
তারা আরো পারে ,
একটি ফুটন্ত গোলাপের ন্যায় জীবনকে
আ্যালকোহল আর নিকোটিনে মিশ্রিত ক্যান্সারে আক্রান্ত
সুখ শান্তি আর আনন্দহীন মানুষ বানাতে।
হ্যাঁ এও সম্ভব।


কোন স্বার্থপর লোভী আর অহংকারীর দ্বারা
এও সম্ভব।


আর তাই তো ছলনার কবলে পরে
অতি বিশ্বাস করে মন দানে
নিকোটিনে ভরা রক্ত নিয়ে হয়েছি বেহাল,
মিছে ভালোবাসার কবলে পড়ে
মদ, গাঁঁজা আর সিগারেটের কালো ধোঁয়াই
আজ আমি মাতাল।