নতুন বছর, নতুন দিন, নতুন ভোর।
মনিকোঠায় নতুন নতুন চিন্তার আনাগোনা।
ঘরটাকে নতুন করে সাজানোর ভাবনা,
কর্মক্ষেত্রে নতুনত্বের ভাবনা,
দিনটাকে একটু ভিন্ন ভাবে দেখার ভাবনা।
সব কিছুই নতুন একটা শুরুর অপেক্ষায়।
কিন্তু ভালবাসার কোন নতুন শুরু হয় কি?
আবার কি নতুন করে ভাবার কোন সুযোগ আছে?
সেই কবে কলম লিখেছিল,
   "প্রয়াত সেই ভালবাসায় হারিয়ে ফেলে সবি,
     নোনা জলে সিক্ত হয়ে আজ আমি কবি।"
এই চরণগুলো নতুনত্বের স্বাদ পাওয়ার স্বপ্ন দেখে।
বয়ে চলতে চলতে ক্লান্ত চোখের জল,
নিরবচ্ছিন্ন চিত্কারে পরিশ্রান্ত মন, আজ বিশ্রাম চায়।
নতুন করে ভালবাসার স্বাদ নিয়ে
চোখ চির নিদ্রায় যেতে চায়।


রচনাঃ ১৫/০৪/০১৮ ইং