একি রূপের চোখ ধাঁধানো ঝলকানিতে,
মন যে আমার ব্যাকু্ল হল তোর প্রেমেতে।
আমার মনের সব খানেতে-ই তোর বিচরণ,
তুই জাগালে এই মনেতে প্রেম শিহরণ।
কি হারালাম, কি-ই-বা পেলাম ভাবছি নাকো,
তুই ছাড়া মোর এই জীবনের সব-ই ফেঁকো।
কি করিব ভাবছি বসে আপন মনে,
তু' না পেলে কি লাভ হবে এই জীবনে।
বুঝি নাকো মনের কোণে কি জ্বালা পাই,
তোর প্রেমেতে ডুব দিয়ে মো' তা-ই নিভাতে চাই।
আকাশ বাতাস সবখানেতে-ই তোর দেখা পাই,
দুই জীবনে-ই সংগি রূপে তোর পরশ চাই।
আসবি কবে আমার ঘরে বউ হয়ে তুই,
মন চায় আমার বামন হয়েও চাঁদটাকে ছুই।


রচনাঃ  ১৪/০১/২০১৫ ইং