দিন-রাত মিশে একাকার মোর
এই স্টেশনের পরে,
হামেশা কত ছুটিয়া বেড়াই
এক মুঠো খাবারের তরে।
এই পথ ধরে রোজ রোজ দেখি
কত বাবুসাব করে পারাবার,
প্রয়োজন নাহি পড়িল কাহারো
মো'দিকে ফিরবার।
দয়া হলে কেহ ফিরিয়া তাকায়
ঘৃনা ভরা তার চোখ,
দু' পয়সার লাগি লাথির পাহাড়
ধসিল এই বুক।
সে দিন প্রাতে এক টাকা সিকি
বাবুসাব দিলেন আদরি,
তাতেও দেখি মিশে আছে শত
ঘৃনার ফুল ঝুড়ি।


রচনাঃ ১১/০৭//১৫ ইং