চার-চারটা এসি চালাও
তার পরেও ফ্যান;
          আল্লার কেমন বান্দা তুমি
          আরাম খোঁজ ক্যান?
নামাজ পড় মসজিদেতে
টাইলস করা ঘরে;
          শীতল-বায়ু গায়ে লাগাও
          ভাবলে না-তো পরে।


ইফতারিতে খাইলে সব
শরীর করছো তাজা;
          গায়ে-গতরে দেখতে যেন
          মাশা-আল্লাহ রাজা।
গরম যদি তোমার করে
ভাবো তারও কথা;
          রক্তহীন যে অনাহারীর
          কত মনের ব্যথা।


শ্বাসকষ্টে দম বসে যায়
চাপে বুকের খিল;
          রোগে-শোকে শরীর কাঁপে
          শক্তি নাই একতিল।
খাদ্যাভাবের উপবাসী
জল খেয়ে করে রোজা;
          পাঁচ বেলা নামাজ পড়ে
          টানে কাজের বোঝা।


শীতল বায়ু গায়ে লাগিয়ে
পেতে মনের শান্তি;
          উপাসনায় মন বসাতে
          দুর্বলে আঘাত হানতি।
যে আল্লাহে ভালবাসে
আল্লাহর কাজের প্রীতি
          আরাম কে হারাম করে
          কষ্ট সওয়ার নীতি।