জনের বিশ্বাসে করি আঘাত
নিজের তৃপ্তি লাভি;
বোঝনি তুমি কি করেছ
কখনো দেখেছ ভাবি।


ধর্ম বিশ্বাসে মিলে-রে স্বর্গ
বিশ্ব-সমাজ ব্যাপ্তি;
আত্মার উৎকর্ষ তবেই গড়ে
আরও মিলে তৃপ্তি।


আত্মবিশ্বাস জোয়ারের বাঁধ
টলায়মান রয় সদা;
ছুটিলে বাঁধ বিধ্বংসী ফাঁদ
রক্তে মিটায় ক্ষুধা।


উই-পোকার পাখা গজালেই
দেয় আগুনে ঝাঁপ;
বুঝে কি সে পুড়ে যে আগুনে
তার কত তাপ?


মুসলিম যে আগুনের ফুলকি
ধারণ করেছে দিলে;
বিশ্বাসের অনলে পোড়া হৃদয়ে
জ্বলে তিলে-তিলে।


মোহাম্মদ নাম জপে সে সদা
শাণিত করে ধর্ম;
ইহুদী-নাসারা খোঁজে কখনো
ইসলামের কি মর্ম।


খোঁজেছে যে বোঝেছে সে
এ যে পরশ পাথর;
সমাজ-সংসার ত্যাগী সব
খোদার পথে কাতর।


বিদ্বেষ ভরা স্খলিত আচারী
কেন কর নিন্দা?
ঢিল দিওনা মধুভরা চাকে
ভিমরুল সদা জিন্দা।


স্বাদ পেতে চাও তবে কেন দূরে
এসো ছায়াতলে;
মুহাম্মদের নাম হৃদয়ে বেঁধে
সত্য পথে দলে-দলে।