পরম হ‌তে চলে বে‌য়ে চরমের পানে;
ধাপে-ধাপে এগিয়ে জোয়া‌রের টানে।
শূন্যে মিশে থা‌কে আপনার কায়ায়;
স্ব-দেহের তুলনা স্ব-জা‌তেই পায়।


গড়ি‌য়ে এলে-হেথায় কোথা হ‌তে?
‌হিসা‌বে মিলে কি তোমার ম‌তে ?
লক্ষ-শত আচারী ভজে পর লো‌ভে;
যদি কোন বাগানের শাখায় শো‌ভে।


মৃত্যুর বাহনে কর যবে ভ্রমণ;
ছোট হ‌তে বড়তে করিতে গমন।
পিছনে ফেলে এলে দেহ ক‌রে ত্যাগ;
‌ছোট-ছোট কায়া ফেলে আসিলে বেগ।


ত্যাগের মহিমা বড়ই সুমধুর;
বাহ্যিক অবয়বে দেখিতে ঘোর।
হৃদ‌য়ের অনুভূতি পায় না লোপ;
রন্ধ্রে-রন্ধ্রে বিচরণে দেয় সে ডুব।


ইন্দ্রিয় আধারের পূর্ণতায় তব;
স্খলনের তাড়নায় ছুটিবে সব।
‌শৌর্য-মূত্র-মল ত্যাগের যে সুখ;
বেঁধে রেখে দিলে তার বাড়িবে দুখ।


গর্ভ ত্যাগের কালে পাইলে শরম;
ত্যাগের যন্ত্রণায় বহে যে চরম।
‌বো‌ধে কি লব্ধ নয় ত্যাগের স্বাদ?
বর্জন কালে কেন হও উন্মাদ?


ইন্দ্রিয় প্রক্ষেপণে অঙ্গের ঝড়
বিকৃত চেহারায় কাঁপিবে থর। (চলিবে)