ঘরে বসে থাকে না
বিদেশ ফেরত আক্তার;
            একঘরে হবো কেন?
            থাক আইন-মোক্তার।

দম যায় আটকে
কেমনে পাই নিস্তার।
            কি জানি করোনা
            ভাইরাসের বিস্তার।

বিগত সাত দিন
আসে হতে কাতার;
            প্রাণ-টারে বাঁচাতে
            শূন্যে কেটে সাঁতার।

লোকে বলে ভয়ে-তে
করোনা যে অবতার;
            যদি আসে শরীরে
            মরণ হবে জনতার।

আক্তার মানে না যে
যায় আসে কি তার;
            কে বাঁচে কে মরে
            দেখাক সে ডাক্তার।

স্বেচ্ছায় ঘুরে-ফিরে
এই হলো কাজ তার;
            অবাধ মেলা মেশায়
            নেই কারো নিস্তার।

ভয়ে থাকে জনতা
দরকার একতার;
            অবশেষে পুলিশ এসে
            করে তারে গ্রেফতার।

ফাঁক পেয়ে পালালো
ফিতে ছিঁড়ে কুরতার;
            ডুব দিয়ে পুকুরে
            ঠাণ্ডা-জ্বর লাগাতার।

এইবার কেঁদে কয়
করোনা তে ধরে তার;
            মাফ করে দাও ওগো
            রহম চাই বিধাতার।