দেহ বুড়িয়ে যায় মন কেন বুড়ো হয়না?
সময় যত গড়ায় অপূর্ণ আশাগুলো
দানা বেঁধে ধরে নতুন বায়না।
মন করে টনটন না পাওয়ার বেদনায়
সময় যত চলে যায় হুতাশনে জ্বলে
তোষের অন্তর্দহনে ব্যর্থ যাতনায়।


এপাশ-ওপাশ ফিরে দেখি আপন কায়া
কি ছিল আগে হলো কি-তা পর;
কালের ক্রমে আসে অনুশোচনার মায়া।
যদি পেতাম হারানো সময় আবার ফিরে
কড়ায়-গণ্ডায় ভোগে মজিতাম নিজে
তৃপ্তিরে ভরে নিতাম বুকটা চিরে।


চির তাজা মন বয়সে হয় আরও পোক্ত
ভগ্নদেহে পালিশ মেরে করি পরিপাটি
স্বরূপেরে উজাড় করে হই উন্মুক্ত।
অসময়ের চাওয়া-পাওয়া সময়ের অবিচার
মানে না সমাজ, বলে কেউ ভীমরতি
অতৃপ্ত বাসনা নিয়ে যাবো পরপার।