কি চমৎকার! শিয়াল পড়ায় কুমির-ছানা
পাঠশালাতে তার;
নিত্য শিখবে অধ্যয়নে দেখতে মায়ের মানা
রুদ্ধ রাখেন দ্বার।


মজদুর ঠেলে ঠেলাগাড়ি, ভাষণ দেয় নেতা
চাটুকারের ভাঁড়;
অধিকারের কথা বলে, হলেই স্বাধীনচেতা
পুলিশে মারে মার।


সারা বছর গাধার শ্রম, এক দিনের রাজা
কেমন অধিকার?
এটাও কি ছলচাতুরী? বিনা দোষেই সাজা
মাস-বছর পার।


শ্রমিক শুধু খেটেই মরে, শ্রমিক নেতা কই?
খাচ্ছে খাবার সার;
মালিক-নেতা প্রাণের প্রাণ, মুটের ঘাড়ে মই
বলার সাধ্য কার।