তুই যতই বলিস কালা,
মুই দেখি ভালা;
মোর নয়নে চেয়ে দেখ,
দিলে কত জ্বালা।


যার নয়নে যারে লাগে,
অনিন্দ্য সুন্দরী;
পাড়া-পড়শি মন্দ কয়,
জঙ্গলের বান্দরী।


মন্দ যে যতই বলুক,
নেশা ধরা চোখে;
কালারে মোর ভালা লাগে,
তাই রহি সুখে।