দূর-আকাশের তারার মেলায়
            দেখে ছিলাম তারা;
একটি তারা পাওয়ার তরে
            দিনটি হলো সারা।
আকাশ-গঙ্গা পাড়ি দিয়ে
            নীহারিকার কাছে গেলাম;
স্বর্গ-গঙ্গা হেসে বলে-
            ‘এই নাও তোমায় দিলাম।’


হাত-দু’খানা বাড়িয়ে
            ইশারায় কাছে ডাকি;
আর, তারা কে বললাম-
‘আঁধার ঘেরা ভুবনে
            বংশজহীন একলা থাকি।
তুমি যাবে, যাবে আমার সাথে;
            আমার আকাশে?’
স্মিত হেসে আমায় বলল-
            ‘হ্যাঁ আসছি বাইশে।’
সৌর দিনের বড় দিনে
            আলোয় ঝলমলে-
সেই তারাটি নীল আকাশে
            সেদিন থেকে জ্বলে।