ও কালিনী কন্যা-লো, তোর খোঁপায় দিব কদম ফুল।।


উড়াইল্যা বাতাসে চুল উড়ু-উড়ু করে;
আষাইঢ়্যা দেয়া’তে ভিজিয়া জলেতে ভরে।
আউলা-কেশী কন্যারে তুই বান্ধ খোঁপার চুল।
ও কালিনী কন্যা-লো, তোর খোঁপায় দিব কদম ফুল।।


মেঘের সাজন সাজে মেঘ বরণ কন্যা;
মেঘে মেঘে ভাসাইলে প্রেম সাগরে বন্যা।
মেঘবতী কন্যারে তোর রূপ-সাগরের নাই কূল।
ও কালিনী কন্যা-লো, তোর খোঁপায় দিব কদম ফুল।।


রূপটি তোর কালো জামের রসে টস-টসে;
মুখটি তোর ডিঙি নৌকায় মধু ভরা রসে।
মেঘডম্বর শাড়ি পড়া আঁচলে ছাপা জারুল ফুল।
ও কালিনী কন্যা-লো, তোর খোঁপায় দিব কদম ফুল।।