বিজ্ঞানী, তুমিও অসহায়
বিধাতার কাছে-
            যতই যুক্তি দাবি কর
            সত্য-মিথ্যার পাছে!


বিশ্ব-চরাচরে যতটুকু
জান বলে কর দাবি;
            মহা সাগরে এক রতির
            সম স্থান পাবি!


আজ যাহা বল মিথ্যা
দু’দিন আগের সত্য;
            সত্য-মিথ্যার তদ্বিধ পালা
            বদল ঘটে নিত্য!


তোমার লব্ধ-জ্ঞানে
কেন এত অহমিকা?
            সৃষ্টির রূপান্তর নিয়ে
            করছো স্রষ্টার ভূমিকা!


কি ক্ষমতা আছে তোমার
দাবি নব সৃষ্টির;
            ডান কে বাম ভেবে
            হয়েছে ভ্রম-দৃষ্টির!


বিজ্ঞানী তুমি সৃষ্টি কর
ভাবনা শুধু অবান্তর;
            ধ্বংস-সৃষ্টি কিছুই পারনা
            শুধু হয় রূপান্তর!