হেমন্ত সন্ধ্যায় ধীর পায়ে হেঁটে
দূর-দিগন্তের পানে মন হারায়;
কুয়াশা ঢাকা সবুজ ধান ক্ষেত-
অনুভূতি গুলো আবেগে ছড়ায়।


পশ্চিমের লালিমা দিগন্তরেখা
ভেসে উঠে টুকরো মেঘের আভায়;
শান্ত সমীরণে শিহরন জাগে-
অনুরাগে প্রিয়ার কথাটি ভাবায়।


থোড়ালি ধানক্ষেতের আইল বেয়ে
নগ্নপায়ে শিশির মাড়িয়ে হাঁটি-
শরীর জুড়িয়ে মনের প্রশান্তিতে
দুর্ভাবনার যন্ত্রণা যায় কাটি।


নীড় খোঁজা পাখ-পাখালির রবে
বাঁশ বাগানের পাশে একটু থামি;
কান পেতে শুনি তাদের কূজনে
আপন করে নেওয়ার তদনুগামী।


হেমন্ত-সন্ধ্যা হৃদয় ভুলানো ক্ষণ
মনের প্রশান্তিতে যায় ভরি;
এমন লগনে কে-বা কাটায় ঘরে-
কল্পনার সাগরে ভাসায় তরী?