গৃহস্থের শূন্য গোলা,
বিষম কার্তিক মাস;
          খাবার নাই টানাটানি,
          করছে উপবাস।
শস্য বেঁচে বিষ কিনে,
ক্ষেতে ধরেছে পোক;
          বাকী ফসল যা ছিল,
          খেল কাজের লোক।


সার দিতে কামলা নিতে,
দিতে হবে ময়না;
          থোড়-ধানে পানি দাও,
          বেচে সাধের গয়না।
মরা কার্তিক এসেছে,
সাবধানে খাও পানি;
          উত্তর পাড়ায় কলেরা,
          করছে কানাকানি।


খাল-বিলে পানি কমে,
মাছ মরছে তাপে;
          পুঁটিমাছ খেয়ো না
          ধরবে কঠিন পাপে।
বাসী-পান্তা তাও নয়
পেটে আগুন জ্বলে;
          দীর্ঘশ্বাস ছেড়ে যদি,
          জলদি ফসল ফলে।


গৃহস্থের অভিশাপ,
মরা কার্তিক মাসে;
          ত্রিশ দিন পার হল,
          কেটেছে খুব ত্রাসে।
সন্ধ্যাকালে মশাল জ্বেলে
মশা-মাছি খেদায়;
          আরেক বছর বাঁচবো,
          আশা করে দাদায়।


নতুন আশা জাগায়,
অঘ্রানে নতুন ধান;
          ফেলে আসা দুঃখ ভুলে,
          কণ্ঠে ধরে গান।
চার-পাঁচ যুগ আগে,
এমন চিত্র বাংলার;
          ফি বছর লেগে ছিল,
          কষ্টে জীবন চলার।


ময়না>মজুরী, কামলা>কাজের লোক, পোক>পোকা,
খেদায়>তাড়ায়, অঘ্রানে>অগ্রহায়নে, ফি>প্রত্যেক।