খেলছি-ঘুরছি-ফিরছি-খাচ্ছি
পড়ছি সকাল বিকাল;
          বল-তো বাপু, পরীক্ষার নামে
          করছো কেন নাকাল?
খেলতে খেলতে বেলা যায়
সকাল দুপুর রাতে-
          ঘুরছি-ফিরছি মনের সুখে
          আনন্দে রই যাতে।


খাইতে খাইতে পেট ভারী
খাওরে মজার স্বাদ;
          ছাদে বসে চানাচুর খাও
          দেখ আকাশের চাঁদ।
লিখতে-পড়তে স্কুলে যাই
সহপাঠী সব কই?
          মজার মজার ছন্দ-ছড়ায়
          ভরে দিয়েছে বই।


বাংলা-সমাজ-ধর্ম আরও
অংক-ইংরেজি-বিজ্ঞান;
          জটিল জটিল বিষয় গুলো
          পড়ে হই-রে অজ্ঞান।
কি দরকার ভিন্ন ভাষার
ভিন্ন কথা শেখার-
          ভাষার জন্য যুদ্ধ করে
          জীবন দিলাম বেকার।


হেসে খেলে যা-ই পড়েছি
তা-ই নিয়েছি শিক্ষা;
          সুখের মাঝে দুঃখ বাড়াও
          কেন নাও পরীক্ষা?
খেলছি-ঘুরছি-ফিরছি-খাচ্ছি
পড়ছি যা-ই হোক-
          পরীক্ষা হীন ছাত্র জীবন
          থাকবে না আর শোক।