নারী তুমি সমুন্নত, হীরার চেয়েও বেশী দামী-
তোমার সম্ভ্রমকে আব্রু ঢেকে দিয়ে করেছে নামী।
যদি গো তোমায় তুলনা করি ধাতব খণ্ড ন্যায়
দামী ধাতু রক্ষণে সবাই করি গো বেশী ব্যয়।


লৌহের কাজ অতি বেশী বটে, থাকে অনাদরে পড়ে
যত্রতত্র পড়ে থাকে খোলা, কেউ নেয় না তারে ঘরে।
অতি সহজেই পাই তারে, তাই দাম দিই তার কম;
আপদসংকুল যে কোন কাজে তারে লাগাই হরদম।


তার চেয়ে রূপা আরও দামী, সোনা তারও বেশী-
দাম দিই বেশী বলে তারে ঢেকে রাখি, সে উর্বশী।
হীরক মূল্যবান দুষ্প্রাপ্যও বটে, তাই রাখি সযতনে
ধোয়ে-মোছে অলংকারে ভরি, গলে পড়ি শুভক্ষণে।


নারী তুমি যদি হও লোহা তবে পাবে না দাম-
হেলায় অনাদরে অকাজে লাগাবে, ঝরাবে ঘাম।
যদি হীরা হতে চাও তবে ঢেকে রাখ সযতনে দেহ
সমাজের জঞ্জাল ছুঁবে-না তোমায়, ধরবে না কেহ।


আব্রু তোমাকে করেছে দামী, তুমি হয়েছ সুসভ্য-
ঢেকে আছ বলেই বেড়েছে মূল্য, নহে সহজ লভ্য।
আর উন্মুক্ত থাক যদি তুমি, পড়িবে মরিচা গায়ে
ধুলো-বালিতে অনাদরে অবহেলায় মাড়াবে পায়ে।