হৃদয়হীনা সূ’চির কাছে
চেয়োনা মানবিক ভিক্ষা;
অমানুষ সে পশুর অধম
নিয়েছে পাশবিক দীক্ষা।


মানুষ হলে মানবিক শিক্ষায়
হৃদয় হতো নরম;
পশু বলেই পাশবিকতায়
পায় না সে-তো শরম।


অগ্নিকুণ্ডে ঘি ঢালিলে
অগ্নি দহন প্রসার পায়;
পশুর কাছে মানবিকতা
ফুঁ দিয়ে অগ্নি জ্বালায়।


শান্তির নোবেল হাতে নিয়ে
অশান্ত করছে দেশ;
ভিক্ষা নয় থু-থু দাও
থু-থু দিলেই মানায় বেশ।


মানুষরূপী পশু সু’চি
লজ্জা রাখার নাইরে জো-
ঘৃণা ভরে সবাই দাও,
সু’চির মুখে ওয়াক-থু।