তোর নয়নে মোর পড়িলে নয়ন, লজ্জায় কেন মরি;
প্রত্যানয়নে চাহি বারে-বারে, না দেখার ভাণ ধরি।।


আড়-নয়নের আবছায় ভেসে উঠে ছবি
অলোক-সুন্দরী তুই প্রাতের লালিমা রবি।
দু’চোখে দেখলেও হবেনা দেখার শেষ
বারে-বারে তোর লজ্জাবনত উন্মেষ-
তুই যে নীল আকাশের ডানাকাটা হুর-পরী ।।


পাশে দিয়ে যাস তুই ঠমকে-ঠমকে হাঁটি
নয়নানন্দে দেখি-রে চাঁদ নামিয়াছে মাটি।
তোর নয়ন-বাণে চিত্তে জাগিল সুখ
ভালবাসার কাঙাল আমি হই উন্মুখ-
তুই যে মোর দিবানিশি ভাবনার স্বপ্ন-চারী ।।


ক্ষণিক দেখায় ওগো মোর নয়নচকোরী
শূন্য প্রাণের শুষ্ক মরুতে দিলি জল ভরি।
ইশারাতে কাছে ডেকে হইলি আপন
নিঠুর চাহনি আমায় করে উন্মন-
তুই যে করিলি পাগল, আহা আমি মরি-মরি।।