ভাবের সাগরে ডুবিয়া কবি মননে ছন্দ আনে;
না থাকিলে সৃজনী স্বভাব আসেনা ভাব প্রাণে।
কবিতা লিখে কবি আবেগ ঢেলে;
কথার পৃষ্ঠে কথা অবিরত মিলে।
বাক্যে-বাক্যে পাতায়ে মিতা-
ভাব ব্যক্ত হলেই কবিতা।


এলোমেলো ভাবনায় কবির শব্দেরা শুধু হাসে;
কবিতার পাতাটি তত্ত্ব-বিহীন মনস্তত্ত্বে ভাসে।
অন্তঃশীল বাক্যের ছন্দ-বাহার
অন্ত্যমিল তবুও কাব্য-সংহার।
অলঙ্কারে সাজালে লাশ
তবু থামে-নাকো দুর্বাস।


স্বভাবজাত কবি লিখে কবিতা
আপনা-আপনি মিলে সবই-তা;
            মানে না নিয়ম বুঝে না বিচার
            সুমধুর ছন্দ স্বয়ম্ভূ সংহিতা।


কাব্যে উপমা-রূপক-অনুপ্রাস
অলংকার অযথা করিলে বাস;
            বিকৃত ভাবের অপূর্ণ প্রকাশ
            নিয়মের প্রশ্রয়ে চালাবে ত্রাস।