প্রাতের হিমেল হাওয়া কেটেছে সবে;
নিদ-ভাঙা পাখি জাগে কাকলী ররে।
রাঙা-রবি উঠেছে দ্যুতিময় আকাশ
পাঠ-গৃহে সকলের নেই অবকাশ।


চারিধারে গুঞ্জন যেতে নাহি দিবো
যেতে যদি দিতে হয় তবু পিছু নিবো।
তোমাদের অনুসারী হতে চাই মোরা
ভাল কিছু দিয়ে যাও, নিবো না বুড়া।


কেঁদো না আর হাসি মুখে এগিয়ে চল-
‘আমাদের পিছে এসো’ যদি হেসে বল;
অত-টুকু প্রেরণা বয়ে নিবে সুদূর-
আনাড়ি অনুজ-পাঠীর কাটাবে ঘোর।


বিদায়-বেলায় পিছু আর ডাকিব না
স্মৃতি যদি হৃদে টানে গেঁথে রেখ না।
পাঠ-অন্তকালে পিছনে কেন ফিরে চাও?
যেতে যদি দিতেই হয় তবে চলে যাও।


(অনুরোধে রচিত কবিতা।)