ফুটিলে গোলাপ কলি ছড়ায় সুবাস
ঘ্রাণভোজী ছুটে আসে ছাড়িয়ে আবাস;
মধুলেহী পান করে হয়ে তার ভক্ত-
গুণীর গুণের গুঞ্জনে ছড়ায় প্রভাস।


যত কর তোড়জোড় যতই হও আসক্ত
ভাস ছাড়ে না অকালে রহিলে অপোক্ত;
অস্ফুট কলির যদি খোলে অন্তর্বাস-
আশু ধরিবে পচন, হইবে পরিত্যক্ত।


সময়ের ফুল ফুটিবে সময়ে অনিবার্য;
আপন গুণে ছড়াবেই সে ঘ্রাণের প্রাখর্য।