ভালবাসার ভরা আঙিনায়
একটু দিয়ো ঠাঁই
            হাজার মনের ভিড়ে যেন
            নিজেরে খোঁজে পাই।
চলার পথে চলতে গিয়ে
ভুলেছি আমি নিজেই
            দিনে-দিনে তোমার পাতে
            সাজি বিনা লাজেই।


সুখে-দুখে পাশে রয়ে
বিলিয়েছি আপন সাধন
            অজান্তেই আটকে গেছি
            বিবেক দিয়েছে বাঁধন।
অযাচিত হৃদ-সাধনে
পেও না-গো মনো-ব্যথা
            না হয় আমি দূরেই রব
            সুখৈশ্বর্য নেই যেথা।


তোমার সুখের আঙিনায়
লাগিও ভেদ-চারা
            ফুল হয়ে ফুটবো সকাল
            শুঁকবে দিন সারা।
তবুও যদি হৃদ-মাজারে
হয়-গো ঘ্রাণের ক্ষরণ
            এক ফোঁটা জল ফেলিও
            আমার হ’লে মরণ।