(১)
ফাগুনে কোকিল ডাকে ভাদুরে কেন নয়;
আষাঢ়ে ব্যাঙ্ ডাকিলে অধিক বৃষ্টি হয়?
মাঘে কেন বাঘ ডাকে?
ধূর্ত শিয়াল হুক্কা হাঁকে।
গাধা খায় ঘোলা জল, পেলে অধিক ভয়।


(২)
মাছরাঙা মাছ ধরিতে আকাশেতে উড়ে-
জলের তলে পুঁটির ঝাঁক আনন্দেতে ঘুরে।
ছোঁ-মেরে ঝপাঝপ
খেয়ে নেয় টপাটপ
পুঁটির যায় জান, মাছরাঙা গায় গান সুরে।