দীপ্ত শিখায় ছড়ায়ে দ্যুতি
ওরে কাঁচা-সোনা;
          সোনার দেশের সেনাপতি
          ন্যায়ের পথে বুনা।


আঁধার ঢাকা পথ-প্রান্তর
দাও আলোয় ভরে;
          অনিয়ম যা আছে দুস্তর
          বাংলার ঘরে-ঘরে-
তাড়িয়ে দাও এনে স্বাধীন
আজ নতুন করে।


বজ্র নিনাদ ঝাঁপিয়ে পড়ি
যুদ্ধ করি মোরা;
          আম-জনতা পুরুষ নারী
          শিশু কিম্বা বুড়া।


পরাধীনতার শিকল ভেঙে
গড়েছি এই দেশ;
          আবার করে সাজাও রঙে
          দৃষ্টি নন্দন বেশ।
বিশ্ব দেখুক মোরা নবীন
দূর করেছি ক্লেশ।


নব উদ্যমে এগিয়ে চলি
কাঁচা-সোনা মনি;
          সত্য ন্যায়ের ফুটন্ত কলি
          ওরে হীরার খনি।


তুমিই পার আলোক-মালা
পড়ে নিজ গলে;
          জীর্ণ-সমাজ আগুন জ্বালা
          বাক্ শক্তি বলে-
আবার তুমি কর শোধন
দেশ সাজাও ঢেলে।


সোনার দেশে সোনার ছেলে
ওরে হীরা-পান্না;
          তোমার কাজের ঢলে ভাসুক
          উন্নয়নের বন্যা।