ছোট নদীর ক্ষীণ ধারা
আঁকা-বাঁকা সর্পিল;
          দুই পার মিশে গেছে
          দূর আকাশের ঐ নীল।


ঢালু তীরে কাশবন
ধবল-সাদা ফুল তার
          স্রোতস্বিনী গায়ে মেখে
          সাজিয়েছে দুই ধার।


নদী তীরের দূর্বাঘাসে
কাশ ফুলের আড়ালে;
          খেপা মন হারিয়ে যায়
          ভালবাসায় জড়ালে।


দোলা দেয়, লুটে মন
নীলাম্বরের সাদা মেঘ;
          শিল্পীর তুলি ছোঁয়া
          ক্যানভাসে ঝরা আবেগ।


শরতের চাঁদা-রাতের
পূর্ণিমার ঐ আকাশে;
          উদাসী-মন উন্মন
          ভালবাসার তালাশে।