যদি বলো

যদি বলো নদী হই
দুই কুল ঘেঁষে
এঁকে বেকেঁ বেয়ে
তোমার সমুদ্রের
নোনা জল ছুঁই ।

যদি বলো পাখি হও
মেলে দাও আঁখি
তোমার বিবর্ন দিগন্তে
উড়ে উড়ে,
রং কিছু ছুড়ে দিই ।

যদি বলো প্রজাপতি হবো
ঘুরে ফিরে
তোমার সিমান্তের
ওপারে সিমান্তে
স্মৃতি দিয়ে কিছু
আল্পনা আঁকবো।

বললে তুমি বৃষ্টি হবো
সুখে দুঃখে সৃষ্টিক্ষনে
তোমার চোখের
কোনটি ছোব ।