তুমি গ্রীষ্মের খরতাপে
দূর্বার শ্যামল ছায়া,
তুমি বরষার বৃষ্টিতে
উল্কাপাত কিবা মহামায়া।


তুমি শরতের শুভ্রকাশে
মুগ্ধকর হিল্লোল তরঙ্গ,
তুমি হেমন্ত প্রভাতে
দ্বিগ্বিজয়ীষ্ণু কত অন্তরঙ্গ।


তুমি শীতের সিঞ্চীতার্থী
তুষার বৈরী বন্যা,
তুমি বসন্তে ষোড়শীরূপী
নির্মল কচি কণ্যা।


তুমি ঋতুবিলাসিনী দেবী
আমি প্রেমবিলাসী কবি॥