মানুষে মানুষে হিংসা বিদ্বেষ মানুষের মাঝেই অহংকার,
মানবতার অজুহাতে বিরাজ করে নেই কোনো প্রতিকার।
প্রতিদিন শুনি বিজয়ের ধ্বনি এগুলো কাদের জন্য,
বিজয় নামক বিজয়ের কথা খুঁজে হয়ে যাই হন্য।
আমি মানুষ নই পশু, নয়ত জানোয়ার-
ভেঙ্গে দেবো হায়েনার হাড় করে চুরমার-
দুরন্ত, দুর্বার রুখে দাঁড়াবো আর একবার।
মানুষে মানুষে ভেদাভেদ করে মানুষকেই করো খুন,
বুকের ভেতর মাটি চাপা পড়ে আছে প্রতিবাদের আগুন।
প্রতিবাদের ভাষা হারিয়ে ঘরে ঘরে গড়ে তোলো দূর্গ,
পেয়েছে কি হায়েনার দল? ভেবেছে কী পৃথিবীটা স্বর্গ!
আমি মানুষ নই পশু, নয়ত জানোয়ার-
ভেঙ্গে দেবো হায়েনার হাড় করে চুরমার-
দুরন্ত, দুর্বার রুখে দাঁড়াবো আর একবার।
শক্ত প্রতিবাদ করে গড়ে তোলো কঠোর প্রতিরোধ,
হিংস্র মানবতা চাই না পথে গড়ে তোলো গতিরোধ।
সুপ্ত বিবেক জাগিয়ে তোল বিশ্ব মানবতার জন্য
আমাদের গৌরব ফিরিয়ে দিয়ে হয়ে যাও ধন্য।
আমি মানুষ নই পশু, নয়ত জানোয়ার-
ভেঙ্গে দেবো হায়েনার হাড় করে চুরমার-
দুরন্ত, দুর্বার রুখে দাঁড়াবো আর একবার।