এই অঘ্রাণের কোন এক দিনে
তোমার ভেঁজা শাড়ির বাষ্প উড়তে দেখেছিলাম
উঠোনের বাঁশে টানানো দড়ির উপর।
কুঁয়াশা ভেজা চিলের ডানা
উড়তে দেখেছিলাম আবছা আকাশের নিচে
কাকের শব্দে তোমার পায়ের মল
নিঃশব্দ হতে দেখেছিলাম একদিন ভোঁরে
আমার জানালার কপাটে
তোমার আঙুলের টোকার আওয়াজ আমার বুঝতে
দেরি হয়েছিল খুব।
অঘ্রাণের রাতে তোমার ইচ্ছা অনিচ্ছার কাঁশির শব্দ
ধরতে দিতাম ডুব!
অন্ধকারে শেয়ালের ডাকে ঘুম ভেঙে গেলে আমার
কবিতার কৌমুদি জেগে যেত
অঘ্রাণের কোন এক দিনে
তোমাকে দেখেছিলাম নরম বিকেল বেলায় আনমনা
ভাবনার অতল গহীনে।