আগুনজ্বলা পলাশ বনে
আত্নভুলে উথল চুলে
কে ছুটে যায় আপন মনে
একটু পেতে উম্  


জারুল বনে পারুল বনে
যুঁই যুঁথীদের পাপড়ি ভাঙা
পাখ্-পাখালীর ধুম
কাক উড়ে যায় হিমেল হাওয়ায়
কোকিল ডাকা দুপুর বেলায়
জংলী টগর ফুলের ঝোঁপে
দোয়েল পাখির ঘুম


কুঁয়াশারি চাঁদর ফুঁড়ে
এক ফালি রোদ আসলো ওরে
নরম কোমল শিশুর গালে
দিচ্ছে মায়ে চুম
তোমার শাড়ীর আঁচল ভাসে  
আমার চোখের তারার কাছে
তোমার নাকের ফুলের পাথর
শিশির ভেজা সবুজ ঘাসে
একটু পরেই গুম!!