নিষন্ন মনে
এই মাঘের বিষন্ন বিকেলে
বিমুক্ত কেশে কে তুমি
দাড়িয়ে আছ উদভ্রান্ত
বিবশ দৃষ্টিতে চেয়ে
কে তুমি আমারি হৃদয় করিছ
বিদীর্ন বিগলিত,  মেয়ে ?
এ কেমন মৌন বিলাপ
নাকি, বিরহী সংলাপরতা তুমি,
মৌসুমি হাওয়া বহে বিশীর্ণ বটে
তটে তটে বালুচর হৃদয়ে যমুনার
বিলয়ের ঢেউ ওঠে  
নিলয়ে প্রলয় রক্তের ঝড় ছোটে
কেমনে বুঝিব কষ্টের ছক্কা
কি যে বিবক্ষা
তোমারি অদ্ভুত অস্ফুট ঠোটে
এই মাঘের বিষন্ন বিকেলে
আমি বুঝিনা মোটে ।