তবে কি আমরা কোনদিনও আর
কোনকালেও হাটবনা শান্তির পথে?
তবে কি এ দেশ আমার টুকরো,খন্ড
বিভক্ত,হয়ে যাবে নানা নেতার নানা মতে?
তবে কি সর্বত্র আজ শুধুই দলাদলি?
তিরোহিত সম্প্রীতি? রক্ত আর মৃত্যুকে
নিয়েও চলছে, চলবে রাজনীতি ?
তবে কি আজ মত প্রকাশের স্বাধীনতাই
ওদের সবচেয়ে বড় পথের কাঁটা?
তবে কি আমরা হয়ে থাকব চিরদিনই
এই রাজনীতির বলীর পাঠা !
তবে কি আমরা চিরদিনই খালি খালি
মার খেয়ে যাব? গুটিকয়েক নষ্ট
রাজনীতিবীদ বদমাশদের হাতে?
তবে কি আমরা মেরুদন্ডগুলো
হারিয়ে ফেলেছি! নেই তা আমাদের সাথে?
তবে কি আমরা এ দেশ বিকিয়ে দেব
কয়েকটি ধুরন্ধর দালালের কাছে? আর তারা
আমাদের জীবন,রক্ত নিয়ে খেলবে
হোলি খেলা বার মাসে! এই যে খুনোখুনী,
হানাহানি এর কি সমাধান নেই?
এর কি নেই কোন শেষ? তবে কি আমাদের
চোখের সামনেই
হিংসার রাজনীতির আগুনে
পুঁড়ে পুঁড়ে ছাই হবে প্রিয় বাংলাদেশ?