যখন যেদিকে তাকাই
চোখ জুড়ে শুধু তাই
কালো কালো সব প্রিয় মুখে দেখি
কিসের যেন অজানা এক ভয়!
চলছে এখন বড়ই দুঃসময়।
মজুরকে দেখি কুলিকে দেখি
ফুলিকে দেখি ঢুলিকে দেখি
দেখি কৃষকের চোখের ভেতর প্রলয়
চলছে এখন বড়ই দুঃসময় ।
গায়েনের গলায় গড়বড়ে স্বর
বায়েনের হাত কাঁপে থর থর
লেখক কবি আর কলামিষ্টে
পড়ে গেছে হায় সমন লিস্টে
রইল অবশিষ্ট যে বিশিষ্টজন
তারা আজ চাটুকারে ক্ষমতাময়
চলছে এখন বড়ই দুঃসময় ।
সস্তা বন্দুক সস্তা গুলি
সস্তা বুক সস্তা খুলি
মঞ্চে মঞ্চে সস্তা বুলি
গেয়ে যায় বুলবুলি
খেয়ে যায় ধানগুলি!
জনতা যাবে কি ভুলি?
একদিন তুলবেই আঙ্গুলি
স্বৈরাচারীর দিকে
অত্যাচারীর দিকে
হত্যাকারীর দিকে
এই চেহারা চিকচিকে
হয়ে যাবে সব ফিকে!
তবু বুঝেও বুঝবেনা
ক্ষমতার হিড়িকে
পুরনো লিড়িকে
অবৈধ সীড়িকে
সর্বদাই আকড়ে ধরে বাঁচতে চায়
কেউ অন্ধ বলে প্রলয় বন্ধ হবেনা
যদিও ইতিহিসের গতিতেই আসবে বিলয়;
তাই,চলছে এখন বড়ই দুঃসময় ।