চারিদিকে বক ধার্মিকের জ্বালা
চোখ পুড়ে যায় মানবতাবাদীর
আমি অধীর আগ্রহে শুনি সেই সব
মুখে ফেনা তোলা আস্তি-নাস্তি বিতর্ক
কেউ খোদাকে টেনে আনেন নিজের দেহে
কেউ তাড়িয়ে দেন
আকাশগঙ্গা থেকেই কারো হাত নিশপিশ
কাছে পেলেই খোদাকে খুন করে গায়ের
জ্বালা মেটাবেন এখুনি!
খোদা কে নিয়ে চলছে বহুমুখী টানাটানি
কানাকানি কেউ খোদা নেই বলে চিৎকার
মারে যারা তারাই খোদাকে
ডরায় বেশি তাই খোদাকে ধরতে খুঁজতে
বেরিয়ে পড়েন হাতে হেরিকেন আর ভাঙ্গা
টেলিস্কোপ নিয়ে!
সদা সম্প্রসারণশীল মহা বিশ্বে স্রষ্টাকে খুঁজতে
খুঁজতে হয়ত ততক্ষণে ফুলে ফেঁপে ইনফিনিটি
সংখ্যক ইনফিনিটি বড় হয়ে গেছে;পেলে না
তাই খেলে না বলে আবার চিৎকার মারবে স্রষ্টা নেই!
যারা একটা ভাইরাস মারতেই কুপোকাত হয়ে
মারা পড়ছে
তারাই দিন রাত মারতে আসে আমার খোদাকে!!!