ক্ষমা চাই, ওহে রমনী
একদিন তোমাকে ভালবেসেছিলাম বলে ।
তোমারি খোঁপায় গুজে দিয়ে একটি গোলাপ
চোখ বুঁজে নিয়েছিলাম ঘ্রাণ ।
তোমারি হাত ধরে নরম বিকেলে হেটেছিলাম
পদ্মার পাড়
সেদিন আনন্দে নেচেছিল রক্ত ধমনী;
আজ তাই ক্ষমা চাই ওহে রমনী ।


তোমারি দুটি চোখে চেয়ে পান করেছিলাম
কতদিন অপলক দৃষ্টির নেশা ;
তোমারি শাড়ীর গন্ধ টেনে নিয়েছিলাম
এই নাসিকায় কত যামিন ;
আজ তাই ক্ষমা চাই ওহে রমনী ।


তোমার হাসি, তোমার নূপুর,আর চুড়ির
শব্দের মদ খেয়েছিলাম গেলাসে গেলাস;
আজো সেই ভাললাগা ভুলিনি ।
আজ তাই ক্ষমা চাই ওহে রমনী ।


আজ শেষ বেলায় এসেছি এ রমনায়
ঠিক সেইখানে বসতেই মনে পড়ে গেল
অমনি ;
আজ তাই ক্ষমা চাই ওহে রমনী ।
এই গাছটির নিচে পার্কের বেঞ্চিতে বসে
তোমায় নিয়ে একটি কবিতা লিখলাম বলে;
আজ তাই ক্ষমা চাই ওহে রমনী ।